লোকালয় ২৪

শায়েস্তাগঞ্জের বেস্টবাই-আরএফএলকে ২০ হাজার টাকা জরিমানা

শায়েস্তাগঞ্জের বেস্টবাই-আরএফএলকে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ:হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ওলিপুর শিল্প পার্ক এলাকার আরএফএল-বেস্টবাইয়ের আউটলেটকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পণ্যের গায়ে মূল্যে লেখা না থাকা, বৈধ আমদানিকারকের ট্যাগ না থাকা, উৎপাদনকারীর নির্ধারিত মূল্যের উপর নিজেদের নির্ধারিত মূল্যের ট্যাগ বসানোসহ পণ্যের গায়ে লেখা মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায়ের অপরাধে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এক অভিযান চলাকালীন সময়ে প্রতিষ্ঠানটির এসব অপরাধ ধরা পরে।

ভুক্তভোগীরা জানান, আউটলেটটি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই এ ধরণের অপরাধ করে আসছে যা ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৩৭ ও ৪০ ধারার চরম লঙ্ঘন বলে বিবেচিত।

এসময় অধিদপ্তরের পক্ষ থেকে আরএফএল-বেস্টবাই কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয় এবং একই অপরাধের পুনরাবৃত্তি হলে দ্বিগুণ দ- আরোপ করা হবে বলেও হুশিয়ার করে দেওয়া হয়। এছাড়াও একই দিনে ব্রাম্মনডোরা ইউনিয়নের ফুরাইকলা বাজারে ওজনে কম দেওয়ার দায়ে মা কৃষি ডিপার্টমেন্টাল স্টোরকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।