লোকালয় ডেস্ক : রাজধানীর শাহবাগে দুই বাসের চাপায় পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগে ফুলের দোকানের কাছে ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার শিকার ওমর ফারুক (৫০) পেশায় ছিলেন মাইক্রোবাসের চালক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক চিকিৎসকের গাড়ি চালাতেন তিনি। চাঁদপুরের মতলবে তার বাড়ি।
সকালে শাহবাগে রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের মাঝে চাপা পড়ে ফারুক গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে শাহবাগ থানার এসআই শাহেদ জানান।
দুর্ঘটনার পর মোহাম্মদপুর রুটের মেশকাত পরিবহনের চালক মো. আমিনুলকে পুলিশ আটক করেছে বলে ওসি আবুল হাসান জানান।