এম ওসমান, বেনাপোল : “ট্রাফিক আইন মেনে চলুন দূর্ঘটনা মুক্ত জীবন নিশ্চিত করুন” “একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না” এই স্লোগানে ড্রাইভারদেরকে সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে অপরাধ, বিচার ও দন্ড বিষয়ক সচেতনতায় সড়ক পরিবহন আইন-২০১৮ “সচেতনতা সপ্তাহ” পালিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১ টার সময় যশোরের শার্শা থানা পুলিশের আয়োজনে নাভারণ সাতক্ষীরার মোড়ে এ “সচেতনতা সপ্তাহ” পালন করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও সচেতন জনগণ।