ঢাকা- সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটিতে সাবেক মন্ত্রী শাজাহান খানকে আহ্বায়ক করে যে কমিটি গঠন করা হয়েছে, তা রীতিমতো হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে প্রধান দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শ্রমিক নেতা শাজাহানের কারণেই সড়কে যত প্রাণহানি ও বিশৃঙ্খলা ঘটেছে। যখনই সড়কের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা নিয়ে আন্দোলন হয়েছে, তখনই এই শাজাহান খানরাই বাধার সৃষ্টি করেছে।
‘মূলত সড়কে দুর্ঘটনা ও প্রাণহানির জন্য এ নেতাই অনেকাংশে দায়ী। কাজেই তাকে আহ্বায়ক করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার নামে যে কমিটি গঠিত হয়েছে, তা জাতির সঙ্গে তামাশা মাত্র।’
তিনি বলেন, এখনো সড়কে চলছে মৃত্যুর মিছিল। ঠিক এই সময়ে শাহজাহান খানকে দায়িত্ব দেয়া সরকারের উদাসিনতারই লক্ষণ।
সরকার সর্বত্র সন্ত্রাস ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে মন্তব্য করে রিজভী আহমেদ বলেন, লুটপাট অব্যাহত রাখতেই বেশ ক’টি নতুন ব্যাংকের অনুমোদন দিচ্ছে সরকার। এ সময় ২১ ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেন এই বিএনপি নেতা।