লোকালয় ২৪

শহরে বেড়ে গেছে চুরি আতংক!

শহরের চুরি বেঁড়ে গেছে আতংক

মীর মোঃ আব্দুল কাদির: হবিগঞ্জ শহর ও পাশ্ববর্তী গ্রামের বাসা বাড়িতে সম্প্রতিক চুরি বেঁড়ে গেছে ,জনসাধারন আতংকে কাটাচ্ছে দিবারাত, ঘরের ভিতরে প্রবেশ করে গৃহকর্এীকে জবাই করে নিয়ে যায় স্বর্বস্ব , কোন কোন জায়গায় রাতে পাহাড়া দিচ্ছে এলাকাবাসী।

৯ অক্টোবর রাতে পুলিশ সুপারের কার্যালয়ের দুইশ গর্জ দূরত্ব ২নং পুল এলাকার হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলামের বাসার দরজা ভেংঙ্গে ঘরে প্রবেশ করে ঘরের স্বর্ণালংকার, নগদ টাকাসহ মুল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় । ঘর্টনাটি শিক্ষক নজরুল ইসলাম হবিগঞ্জ সদর মডেল থানায় অবগত করলে এস, আই নাঈম আহমেদ ঘর্টনাস্থল পরির্দশন করেন।নজরুল ইসলাম ঢাকা সরকারী একটি ট্রেনিংয়ে থাকায় আইনের আশ্রয় গ্রহন করতে বিলম্ব হচ্ছে বলে একটি বিশ্বাস্ব সূত্রে জানা যায় ।