জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট বিদ্যুৎবিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর কুমারগাঁও এমসি কলেজ ফিডারের আওতাধীন কিছু এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এলাকাগুলো হলো- বালুচর, মিতালিটিলা, উত্তর বালুচর, রায়নগর, রাজবাড়ী, নাইওরপুল, বসুন্ধরা, শিবগঞ্জ, টিলাগড়, ভাটাটিকর, সেনপাড়া, লামাপাড়া, শাহী ঈদগাহ, নয়াসড়ক, কাজীটুলা, আম্বরখানা, সুবিদবাজার, হাউজিং এস্টেট, ফাজিলচিশত, পাঠানটুলা, চৌহাট্টা, জালালাবাদ, বড়বাজার, পাঠানটুলা, মদীনা মার্কেট, আদমশাহ, শাহজালাল ভার্সিটি, আখালিয়া, বর্ণমালা, বিজিবি ক্যাম্পসহ সংলগ্ন এলাকাসমূহ।
বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।