লোকালয় ডেস্কঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৯০ জনের প্রাণহানি ঘটেছে। দেশটিতে একদিনে এটি মৃত্যুর নতুন রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৮০ হাজার ৭৭৬ জনে দাঁড়ালো।
এছাড়া বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে বলা হয়েছে, নতুন করে আরো ৯০ হাজার ১২৩ জন রোগী শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ২০ হাজার ৩৬০ জন।তবে আশার খবর দেশটিতে করোনা থেকে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ লাখের বেশি মানুষ। এতে দেশটিতে সুস্থতার হার ৭৮ দশমিক ২৮ শতাংশ।
করোনায় ভারতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্য মহারাষ্ট্র। শুধু এই রাজ্যে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ১১ লাখ। মৃত্যু হয়েছে ৩০ হাজার ৪০৯ জনের।
এর পরেই অবস্থান তামিল নাড়ু, অন্ধ্র প্রদেশ, তামিল নাড়ু, কর্ণাটক, উত্তর প্রদেশ ও দিল্লির। এনডিটিভি
Leave a Reply