লোকালয় ২৪

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে বরিশাল কারাগারে স্থানান্তর

লুৎফুজ্জামান বাবরকে বরিশাল কারাগারে স্থানান্তর

বরিশাল প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে কাশিমপুর কারাগার থেকে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাবরকে বরিশাল কারাগারে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মোঃ ইউনুস বলেন, ফাঁসির দণ্ড প্রাপ্ত আসামি লুৎফুুজ্জামান বাবরকে কাশিমপুর কারাগার থেকে শনিবার বিকেলে বরিশাল কারাগারে নিয়ে আসা হয়েছে। তাকে বরিশাল কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। তবে হঠাৎ করে কেন বাবরকে এই কারাগারে স্থানান্তর করা হয়েছে সে বিষয়ে কোনো কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

জেলার মোঃ ইউনুস জানান, রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ২০০৪ইং সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় করা হত্যা মামলা ও আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলাসহ ৩টি মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি লুৎফুুজ্জামান বাবর। এই মামলার আসামিদের মধ্যে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ আরও অনেকে। তাদের সবাইকে দণ্ড দেন আদালত।