সংবাদ শিরোনাম :
‘লুক ইস্ট’ পলিসিঃ থাই ভিসা সহজ করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

‘লুক ইস্ট’ পলিসিঃ থাই ভিসা সহজ করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

‘লুক ইস্ট’ পলিসিঃ থাই ভিসা সহজ করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে থাই ভিসা সহজ করার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন, ভ্রমণ, ব্যবসা, স্বাস্থ্যসেবা নিতে প্রচুরসংখ্যক বাংলাদেশি প্রতিবছর থাইল্যান্ড যান। আমরা ‘লুক ইস্ট’ পলিসি গ্রহণ করেছি। তাই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্যে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে।

আজ সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘থাইল্যান্ড সপ্তাহ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমদ আরো বলেন, থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, দুই দেশের যে পণ্যগুলোতে শুল্ক আছে তা বাদ দিতে বা কমাতে তিনি নীতিগতভাবে সম্মত আছেন। এ সময় তিনি ঢাকায় অবস্থিত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের কাছে থাই ভিসা সহজ করার আহ্বান জানান।

জবাবে থাই রাষ্ট্রদূত পান পিমোন সোয়ান্নাপং বলেন, চার দিনব্যাপী (২৩-২৬ এপ্রিল) ১৬তম এ থাইল্যান্ড সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ও থাইল্যান্ড দুই দেশের বাণিজ্য শিগগিরই দুই বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে আশা করি। তিনি বাংলাদেশ উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করায় শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com