লোকালয় ২৪

লিভ টুগেদার আমি বিশ্বাসও করি না: আশনা হাবিব ভাবনা

লিভ টুগেদার আমি বিশ্বাসও করি না: আশনা হাবিব ভাবনা

বিনোদন ডেস্কঃ এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছোটপর্দায় অভিনয়ের পাশাপাশি নিজের প্রথম ছবি ‘ভয়ংকর সুন্দর’ দিয়েও দর্শক, সমালোচকদের নজরে এসেছেন তিনি। অনেক দিন ধরেই গণমাধ্যমে তার লিভ টুগেদার নিয়ে চলছে গুঞ্জন। সম্প্রতি বেশ কিছু সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত খবর। বেশ কিছুদিন নীরব থাকার পর এ নিয়ে মুখ খুললেন ভাবনা।

৩১ মে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ভাবনা তার বিষয়ে যে কথাবার্তা চলছে, তার জবাব দিয়েছেন। তিনি লিভ টুগেদারের বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে সতর্ক করেন ওই সব সংবাদকর্মীকে, যারা ‘না জেনেই’ তার সম্পর্কে ‘আজেবাজে’ সংবাদ প্রকাশ করে থাকেন।

সংবাদকর্মীদের উদ্দেশে ভাবনা লিখেন, ‘সস্তা কিছু অনলাইন মাঝেমাঝে যা তা নিউজ করে থাকে। তা নিয়ে কথা বলার মতো রুচি আমার নেই, তবে যারা আমাকে কাছে থেকে চেনেন, তারা আমার পরিবার সম্পর্কে জানেন এবং তাও জানেন যে, আমি আমার মা-বাবার বাসায় থাকি এবং আমি পরিষ্কার করে বলতে চাই, সাংবাদিকতা করুন, নোংরামি না করে। নিজেদের মা, বোন, বউ নিশ্চয়ই আছে। সে রকম আমারও পরিবার আছে।’

প্রেম সংক্রান্ত সংবাদ প্রকাশ করতে হলে তার পেছনে সময় ব্যয় করার পরামর্শ দেন ভাবনা। তার ভাষ্য, ‘যদি প্রেমের নিউজ করতে চান, তাহলে সময় ব্যয় করুন। আমি কোথায় যাই, কার সাথে খেতে যাই, আমার পিছনে ক্যামেরা নিয়ে ঘুরে প্রেমের নিউজ লিখবেন, কিন্তু বাজে কথা লিখবেন না।’

যে লিভ টুগেদার নিয়ে এত সংবাদ প্রকাশিত হচ্ছে, সে সংস্কৃতিতে বিশ্বাসই করেন না জানিয়ে এ অভিনেত্রী লিখেন, ‘লিভ টুগেদার আমি বিশ্বাসও করি না। আমি চোর নই, আমি শিল্পী। শিল্পীরা সাহসী হয়, ঠিক তেমনই আমিও।

আমি আমার বিয়ের আগ পর্যন্ত সিঙ্গেল আছি। আর বিয়ে করতে ঢোল পিটিয়ে করব, পুরান ঢাকার এবং পাঠান পরিবারের মেয়ে আমি, লুকিয়ে বিয়ে করব না, হাজারটা অনুষ্ঠান হবে। তখন নিউজ করতে করতে হাঁপিয়ে যাবেন।’

শিগগিরই বিয়ে করছেন না ভাবনা। এমনটাই তিনি জানিয়েছেন ওই ফেসবুক পোস্টে। আরও ২০টি সিনেমায় অভিনয় করার পর বিয়ের পিঁড়িতে বসবেন জানিয়ে তিনি লিখেন, ‘বিয়ে করার ঠিক সময় এখনো আসেনি। সবেমাত্র একটা সিনেমা করেছি, ২০টা সিনেমা না করে বিয়ে করছি না।’

এর আগে দেওয়া এক সাক্ষাৎকারেও নির্মাতা অনিমেষ আইচের সঙ্গে তার প্রেম সম্পর্কিত গুজব ও লিভ টুগেদার প্রসঙ্গে কথা বলেছিলেন এ অভিনেত্রী। সে সময় তিনি বলেছিলেন, ‘অনিমেষের সাথে আমার প্রেম হয়নি এখনো। আমি লিভ টুগেদারে বিশ্বাস করি না। খুব আগের মানসিকতার মেয়ে আমি। আর প্রেম হয়েছিল আমারও, বহু বছর আগে। ২০০৯ সালে। এখন আর কোনো প্রেম নেই। প্রেম আছে অ্যাক্টিংয়ের সাথে।’

ধ্রুপদী নৃত্য দিয়েই সাংস্কৃতিক অঙ্গনে পথচলা শুরু হয় ভাবনার। বাবা হাবিবুর রহমান হাবিব নির্মাতা হওয়ার কারণে শৈশবেই বিজ্ঞাপনের মডেল বনে যান ভাবনা। মডেলিং আর অভিনয় নিয়েই এখন তার ব্যস্ততা।

ছোটপর্দায় ভাবনা অভিনীত প্রথম নাটক ‘নট আউট’। এ ছাড়াও ‘রূপকথা’, ‘কামিং সুন’, ‘ফার্স্ট ডেট’, ‘রেড ড্রাগন টু রজনীগন্ধ্যা’, ‘কুটুমিয়া’, ‘ক্ষণিকালয়’, ‘চৌধুরী ভিলা’, ‘অচেনা প্রতিবিম্ব’, ‘শূন্য সমীকরণ’, ‘চেনা মুখ অচেনা মুখ’ ইত্যাদি উল্লেখযোগ্য। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।