লোকালয় ২৪

লিটন চমৎকার খেলেছে, তারপরও কেন গালি দেওয়া হলো: প্রধানমন্ত্রী

লিটন চমৎকার খেলেছে, তারপরও কেন গালি দেওয়া হলো: প্রধানমন্ত্রী

লোকালয় ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। আমরাও অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি। যারা এ ধরনের (অন্য ধর্মের মানুষকে) কাজ করে, এরা আসলে বিকৃতমনা। এদের কোনও নীতি নাই। এটা ঠেকাতে সমাজকেই আরও সচেতন হতে হবে। সাংবাদিকদেরকেই ভূমিকা রাখতে হবে।’

বুধবার সংবাদ সম্মেলনে প্রধান সম্পাদক তৌফিক ইমেরাজ খালিদীর ‘সমাজের রেডিকালাইজেশন ঠেকাতে দীর্ঘ মেয়াদী কোনও পরিল্পনা আছে কিনা’ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তৌফিক ইমেরাজ খালিদী প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস সবাইকে পূজার শুভেচ্ছা জানিয়ে দেবীর ছবি দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিল। তীব্র সমালোচনা এবং অশ্লীল গালিগালাজের মুখে ছেলেটি সেটি প্রত্যাহার করে নিয়েছে। এসব মোকাবিলায় আপনি কী পরামর্শ দেবেন। তখন প্রধানমন্ত্রী বলেন, ‘এগুলো মোকাবিলার জন্যই তো আমরা সাইবার সিকিউরিটি আইনটি পাস করেছি। এটা আপনাদের জানা দরকার। যে এই সমস্ত নোংরামি যেন না হয়, সেটা মাথায় রেখেই সাইবার সিকিউরিটি আইনটি করা হয়েছে। প্রত্যেকটা দেশেই এটা একটা বিরাট সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অনেক জায়গায় সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে। পারিবারিক সমস্যার সৃষ্টি হচ্ছে। নানা ধরনের ক্রাইম বা জঙ্গিবাদ এবং পর্ন নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। সেজন্য সবাই প্রচণ্ড উদ্বিগ্ন।আমি তখন জাতিসংঘের অধিবেশনে ব্যস্ত ছিলাম। আমি ফেসবুক ব্যবহার করি না। কিন্তু, তখন এ কথা শুনেছি। মাঝে মাঝে আমাকে ফেসবুকে এসব চলছে তা দেখানো হয়েছে। আমি দেখেছি। দেখে ব্যথিত হয়েছি। সেই ছেলেটা (লিটন দাস) চমৎকার খেলেছে। তারপরও কেন ছেলেটাকে গালি দেওয়া হলো।’