লোকালয় ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও তার পরিচয় পাওয়া যায়নি। এসময় এক লাখ পিসের বেশি ইয়াবা এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে টেকনাফের সাবরাং এলাকা থেকে লাশ উদ্ধা করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবিএমএস দোহা।
তিনি বলেন, সকালে টেকনাফের সাবরাং-শাহপরীর দ্বীপের মাঝামাঝি একটি চিংড়ির ঘেরের পাশে লাশ পড়ে আছে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায় । লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশের কাছে একটি দেশীয় অস্ত্র, দুটি গুলি ও ১ লাখ ১৮ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।
তিনি আরও বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনা আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে।
Leave a Reply