লোকালয় ২৪

লালমনিরহাটে ৫৯টি ভারতীয় গরু জব্দ

লালমনিরহাটে ৫৯টি ভারতীয় গরু জব্দ

লোকালয় ডেস্কঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় টাস্কফোর্সের অভিযানে ৫৯টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।

শনিবার (৭ জুলাই) দিনগত মধ্যরাতে উপজেলার রসুলগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করা হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন  জানান, চোরাকারবারীরা সীমান্ত অতিক্রম করে চোরাইপথে ভারত থেকে গরু নিয়ে এসেছে। এমন খবরে রসুলগঞ্জ বাজারের বাইপাস রোডের পাশে সোবহান ও আজগার আলীর বাড়িতে অভিযান চালায় টাস্কফোর্স কমিটি। এসময় গরু ও বাড়ির মালিক পালিয়ে গেলেও ৫৯টি গরু জব্দ করা হয়। এসব গরু রোববার সকালে পাশেই রসুলগঞ্জ হাটে বিক্রি করা হতো। যা অভিযানের কয়েক ঘণ্টা আগে ভারত থেকে পাচার করে ওই বাড়িতে মজুদ করা হয়।

টাস্কফোর্সের এ অভিযানে অংশ নেন বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর-৬১  ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মহিউস সুন্নাহ, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম, পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী, মোস্তাক হোসেন, পাটগ্রাম পৌরসভার কাউন্সিলর মজিদুল ইসলাম প্রমুখ।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম জানান, জব্দ করা গরুগুলো কাস্টমসের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে।