লোকালয় ২৪

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক : লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ট্রেনের ধাক্কায় আব্দুর রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার দিঘীরহাট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান উপজেলার সিঙ্গিমারী গ্রামের কছির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধান রোপণ করতে মাঠে যাচ্ছিলেন কৃষক আব্দুর রহমান। এসময় ওই রেলক্রসিং পার হতে গেলে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেলে নেয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।

হাতীবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।