লোকালয় ২৪

লাখাইয়ে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে পন্ড

লাখাইয়ে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে পন্ড

লোকালয় ডেস্কঃ হবিগঞ্জের লাখাই উপজেলায় ৯ম শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্রীর বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে প্রশাসন।

বুধবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওবায়দুর রহমান ওই ছাত্রীর বিয়ের বয়স না হওয়ায় এ বিয়ে পন্ড করে দেন। এতে করে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে ওই ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের ধর্মপুর গ্রামের মোঃ মুখলেছুর রহমানের কন্যা স্থানীয় মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী মীম আক্তারের বাল্য বিয়ের প্রস্তুতি নেয় তার পরিবার।

বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুর রহমান দুপুরে সময়ে একদল পুলিশ নিয়ে ওই ছাত্রীর বাড়িতে উপস্থিত হন। এ সময় তিনি ওই ছাত্রীর পিতা মুখলেছুর রহমান ও চাচীকে আটক করেন এবং তাদের সাথে আলাপ করে ওই ছাত্রীর অপ্রাপ্ত বয়স হওয়ায় বিয়েটি পন্ড করে দেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিষ্ট্রট ওবায়েদুর রহমানের কাছে আটককৃতরা মেয়ের পুর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে অঙ্গীকার ও মুচলেকা দিয়ে মুক্তি নেয়।