লাখাইয়ে রাস্তা বিলীন হচ্ছে খালের পানিতে: ঝুকিঁ নিয়ে চলাচল করছে এলাকাবাসী

লাখাইয়ে রাস্তা বিলীন হচ্ছে খালের পানিতে: ঝুকিঁ নিয়ে চলাচল করছে এলাকাবাসী

হবিগঞ্জের লাখাই উপজেলায় সুনেশ্বর গ্রামের বাসিন্দাদের ব্যবহারের একমাত্র সড়কটি খালের পানিতে বিলনী হয়ে যাচ্ছে। এ সড়কটি দিয়ে এখন শিক্ষার্থীসহ এলাকাবাসী ঝুঁকি নিয়ে চলাচল করলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না।
ওই গ্রামে গিয়ে দেখা গেছে, সুনেশ্বর গ্রামে ঈদগাহ থেকে ফারুক মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কটির বেশিরভাগ অংশ পাশের খালের পানিতে বিলীন হয়ে গেছে। কিছু অংশ টিকে থাকলেও সে স্থান দিয়ে চলাচল করা ঝুঁকিপূর্ণ। এতে শিক্ষার্থীসহ এলাকার লোকজন দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করছেন।

স্থানীয়রা জানান, অনেক দিন ধরেই কাঁচা এ সড়কটির বেহাল দশা। গেল বন্যায় এটি চলাচলের অযোগ্য হয়ে গেছে। বৃষ্টি হলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। বর্তমানে এ সড়ক দিয়ে পণ্য আনা-নেওয়া তো দূরের কথা, মানুষের হেঁটে চলাচলই কষ্টসাধ্য। সুনেশ্বর গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তা এটি। দীর্ঘদিন ধরে এটি মেরামতের দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।

এ বিষয়ে লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নোমান সারোয়ার জনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত মেরামতের চেষ্টা করব। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উদ্দিনও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com