লোকালয় ২৪

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলার সনতোষপুর গ্রামে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

বুধবার বিকাল ৪ টায় ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে সুরেশ দাস(৪০),প্রসনজিৎ দাস (২০)সন্ধ্যা রাণী দাস (৩৫) । তাদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যান্য জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানাগেছে- ওই গ্রামের অমৃত দাস ও মাদব দাসের লোকজনের মাঝে টিক্কা হাওরে মাছ ধরা নিয়ে কথা কাটাকাটি হয়ে এক পর্যায়ে তাদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে । এতে উভয় পক্ষে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

লাখাই থানার ওসি সাহিদুল বিষয়টি নিশ্চিত করে বলে,ন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।