লোকালয় ডেস্ক:প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ আছেন। আজ রোববার তার পরিবার পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
তার স্ত্রী রায়না মাহমু বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হওয়ায় আজ রোববার সকাল ৮টার দিকে তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর সিসিইউতে নেওয়া হলে শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হয়েছিল। আজ রোববার দুপুরে অবনতি ঘটায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।’ এর আগে চার বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন এ আলোকচিত্রী। তার সঙ্গে ডায়াবেটিসের জটিলতাও রয়েছে।
উল্লেখ্য, চঞ্চল মাহমুদ সাড়ে চার দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন। দেশে ফ্যাশন আলোকচিত্রের অন্যতম পথিকৃৎ বলা হয় তাকে। ‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করেন তিনি। তার ছবি নিয়ে বেশ কয়েকটি প্রদর্শনী হয়েছে। তিনি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সঙ্গে যুক্ত রয়েছেন।