ময়মনসিংহের তারাকান্দায় লরিচাপায় আহত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল হাই ঠাকুরের মৃত্যু হয়েছে। আবদুল হাই হালুয়াঘাট থানায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়।
সোমবার (২২ জুলাই) রাত ১০টার দিকে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল হাই ঠাকুরের মৃত্যু হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকার ময়মনসিংহ-শেরপুর সড়কে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার পথে তারাকান্দাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় এএসআই আবদুল হাইয়ের মোটরসাইকেলের।
এতে সড়কের উপর পড়ে যান হাই ও তাঁর স্ত্রী। সে সময় তাঁদের ওপর দিয়ে একটি লরি চলে গেলে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে আবদুল হাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।