বৃষ্টিহীন চারদিক। আকাশে নেই এতটুকু মেঘ, তেড়েফুঁড়ে ওঠে সূর্য। রোদের তেজে গত কয়েক দিন ধরে ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অথচ শ্রাবই পেরিয়ে ভাদ্র মাস চললেও নেই বৃষ্টির দেখা। জুলাই মাসেও দেশে স্বাভাবিকের চেয়ে প্রায় ৫৮ শতাংশ কম বৃষ্টি হয়েছিল। অবশ্য চলতি মাসে সাগরে লঘুচাপের কারণে কয়েক দফা বৃষ্টি ঝরেছে। তবুও কমেনি গরম। এ অবস্থায় বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত ১০ দিনে এ নিয়ে তিনটি লঘুচাপ সৃষ্টি হলো। এবারের লঘুচাপও আরও ঘনীভূত হতে পারে। এতে আগামীকাল শনিবার থেকে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এতে কমতে পারে তীব্র গরম।
লঘুচাপের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এখন ভারতের রাজস্থান ও এর কাছাকাছি এলাকায় আছে সুস্পষ্ট লঘুচাপটি।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, শুধু দক্ষিণের উপকূলীয় অঞ্চল নয়, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামীকাল পর্যন্ত বৃষ্টি হতে পারে। সপ্তাহজুড়ে বৃষ্টির কিছু রেশ থাকবে। এতে তীব্র গরম কমবে। রাজধানীতেও আজ শুক্রবার বৃষ্টি হতে পারে।
Leave a Reply