লক্ষ্মীপুর প্রতিনিধি: নতুন বছরের ১ম দিনে সোমবার উৎসব আর আনন্দ মুখর আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে বই উৎসব উদযাপিত হয়েছে। জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় ১৫০০ শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে ৩ লাখ শিক্ষার্থীর হাতে সরকারের দেয়া বিনামুল্যের নতুন বই তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে সোমবার সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক উত্তম কুমার ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক হোমায়রা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।
এছাড়া পৌর শহীদ স্মৃতি একাডেমী, আজিম শাহ উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা উপস্থিত ছিলেন। এদিকে নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছসিত হয়ে উঠেন শিক্ষার্থীরা।
এদিকে প্রাক প্রথমিক স্তরে ২ লাখ ৪৭হাজার ৮৭০ জন শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা রয়েছে ১১ লাখ ৭০ হাজার৭২০ টি বই। কিন্তু এ পর্যন্ত ৩ লাখ ৫২ হাজার ৬শ’ বই হাতে পেয়েছেন বলে জানালেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছসিত হয়ে উঠেন শিক্ষার্থীরা।
Leave a Reply