ডেস্ক রিপোর্টঃ লকডাউনে বন্ধ মদের সরবরাহ ভারতের বাজারে। তাই মাত্রাতিরিক্ত হোমিওপ্যাথি ওষুধ খেয়ে নেশা করতে গিয়ে মহকুমা হাসপাতালে ২ যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ ২ জনের অবস্থাও আশঙ্কাজনক।
ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিনের বরাতে মহকুমা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মদ না পেয়ে ব্রায়োনিয়া ৩০ নামে হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে কোনও নেশার ট্যাবলেট কেনেন কাঁথির মারিশদা থানা এলাকার শিল্পীবাড়ির বাসিন্দা চার যুবক।
শনিবার সন্ধায় ওই ওষুধগুলি খেয়ে বিষক্রিয়া হয়ে যায় তাদের। বেহুঁশ হয়ে পড়ে প্রত্যকেই। পরিজনেরা হুড়োহুড়ি শুরু করলে এলাকায় ছড়িয়ে পড়ে করোনা আক্রান্ত হওয়ার গুজব।
প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। অসুস্থ ওই যুবকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানান, হোমিওপ্যাথি ওষুধ এবং নেশার ট্যাবলেট মিশিয়ে খাওয়ার ফলেই বিষক্রিয়া হয়ে যায়। তাতেই অসুস্থ হয়ে পড়েছেন ওই যুবকেরা।
কিছুক্ষণের মধ্যে দু’জনকে মৃত বলে জানান চিকিৎসকরা। বাকিদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পুলিশ জানায়, মদ না পেয়ে এভাবে আরও কেউ নেশা করার চেষ্টা করছে কি না, তা আমরা খতিয়ে দেখছি।