লোকালয় ২৪

র‍্যাঙ্কিংয়ে ৩ পয়েন্ট খোয়াল বাংলাদেশ

র‍্যাঙ্কিংয়ে ৩ পয়েন্ট খোয়াল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ডানেডিনে শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৮৮ রানে হেরে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। মাঠের ব্যর্থতায় র‍্যাঙ্কিংয়েও ৩ পয়েন্ট খুইয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।

পয়েন্ট হারালেও বাংলাদেশের অবস্থানের হেরফের হয়নি। ৯০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে আগের মতো সপ্তম স্থানেই।

সিরিজ জিতে নিউজিল্যান্ড আবার ‍তৃতীয় স্থানে উঠেছে। তৃতীয় স্থানেই ছিল তারা। কিন্তু আগের সিরিজে ভারতের কাছে ৪-১ ব্যবধানে হেরে চতুর্থ স্থানে নেমে গিয়েছিল কিউইরা। দক্ষিণ আফ্রিকার সমান ১১১ পয়েন্ট ছিল নিউজিল্যান্ডের। তখন ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের বিপক্ষে ৩-০ তে সিরিজ জিতে নিউজিল্যান্ডের পয়েন্ট বেড়ে হয়েছে ১১২। দ্বিতীয় স্থানে থাকা ভারতের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে তারা। ১২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড।

২০ ফেব্রুয়ারি সর্বশেষ হালনাগাদের পর ওয়ানডে রাঙ্কিং:

র‍্যাঙ্ক দল পয়েন্ট
ইংল্যান্ড ১২৬
ভারত ১২২
নিউজিল্যান্ড ১১২
দক্ষিণ আফ্রিকা ১১১
পাকিস্তান ১০২
 অস্ট্রেলিয়া ১০০
বাংলাদেশ ৯০
শ্রীলঙ্কা ৭৮
ওয়েস্ট ইন্ডিজ ৭২
১০ আফগানিস্তান ৬৭
১১ জিম্বাবুয়ে ৫২
১২ আয়ারল্যান্ড ৩৯
১৩ স্কটল্যান্ড ৩৩
১৪ সংযুক্ত আরব আমিরাত ১৫
১৫ নেপাল ১৫
১৬ নেদারল্যান্ডস