লাইফস্টাইল ডেস্কঃ বৈশাখের তীব্র গরমে ঘরে তৈরি দই থাকতে পারে আপনার খাবার মেন্যুতে। দই দিয়ে বানিয়ে ফেলতে পারেন বিভিন্ন রেসিপিও। জেনে নিন খুব সহজে কীভাবে ঘরে বানাবেন মিষ্টি দই।
উপকরণ
গরুর দুধ- ৩ কাপ
ফুলক্রিম গুঁড়া দুধ- আধা কাপ
চিনি- স্বাদ মতো
টক দই- ৪ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
তরল দুধের সঙ্গে গুঁড়া দুধ মিশিয়ে জ্বাল দিন। অন্য একটি হাঁড়িতে ক্যারামেল তৈরি করে নিন। এজন্য ১ টেবিল চামচ পানির সঙ্গে ২ টেবিল চামচ চিনি দিয়ে দিন। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে তৈরি করে নিন ক্যারামেল। ক্যারামেলে রঙ চলে আসলে দুধ দিয়ে দিন। ভালো করে নেড়ে নিন। চুলার আঁচ কমিয়ে দেবেন। বলক উঠে গেলে স্বাদ মতো চিনি দিন। কয়েকটি বলক উঠলে নামিয়ে খানিকটা ঠাণ্ডা করুন। আঙুল ডুবানোর মতো গরম থাকা অবস্থায় টক দই দিয়ে দিন। ভালো করে ফেটে নিন দুধ ও দই। মাটির হাঁড়িতে ঢেলে নিন দুধের মিশ্রণ। চাইলে প্লাস্টিকের পাত্রেও বসাতে পারেন দই। ফয়েল পেপার দিয়ে ঢেকে দিন হাঁড়ি। ৫ থেকে ৬ ঘণ্টা একটি নির্দিষ্ট জায়গায় রেখে দিন। খানিকটা গরম জায়গা হলে ভালো হয়। জমে গেলে ফ্রিজে রেখে দিন দই। পরিবেশন করুন ঠাণ্ডা।