নিজস্ব প্রতিবেদক : বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফ নামে এক যুবককে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, ‘এ ঘটনায় জড়িতদের যেকোনো মূল্যেই গ্রেপ্তার এবং বিচার করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বাকিদেরকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।’
প্রকাশ্যে কেন এরকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো? তাহলে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এগুলো বিচ্ছিন্ন ঘটনা। বরগুনার ঘটনাতো রাজনৈতিক নয়। এটা রাজনীতির কারণে ঘটেনি।’
তিনি আরো বলেন, ‘দেশে বিরোধী দল আছে, তারা এমন কিছু ঘটাতে পারেনি যে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটবে। তবে এরকম ঘটনা পৃথিবীর উন্নত দেশগুলোতেও ঘটে। সামাজিক অস্থিরতা অনেক দেশেই আছে।’
যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এ বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।’
বিশ্বজিৎ হত্যার ঘটনার প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারতো কাউকে ছাড় দেয়নি। এখানে ছাত্রলীগের কর্মীরও যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।’