লোকালয় ২৪

রিচিতে ৫শ’ লোকের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি আবু জাহির

রিচিতে ৫শ’ লোকের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নে ৫শ’ জন অস্বচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
ইউনিয়ন পরিষদের সামনে বুধবার দুপুরে পরিষদের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় অস্বচ্ছল মানুষদের পাশে থাকেন। ঈদ-পূজাসহ ধর্মীয় অনুষ্ঠানগুলোতে উপহার প্রদান করেন। শীত আসার সাথে সাথেই অস্বচ্ছল মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি। তাঁর প্রতিনিধি হিসেবেই আমরা আপনাদের হাতে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছি। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য দোয়া করতে সকলের প্রতি আহবান জানান।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সেবুল আহমেদ, সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল মিয়া, সাজিদুর রহমান সাজু, রইছ আলী, জিলু মিয়া, শাস্তু মিয়া, আব্দুল গনি, মহিলা সদস্য আফতাবুন্নেছা, মাজেদা বেগম, রাহেনা বেগম প্রমুখ।