রাস্তায় পুলিশ সুপারের পা জড়িয়ে কেঁদে ফেললেন মন্ত্রী!

রাস্তায় পুলিশ সুপারের পা জড়িয়ে কেঁদে ফেললেন মন্ত্রী!

রাস্তায় পুলিশ সুপারের পা জড়িয়ে কেঁদে ফেললেন মন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক– একজন মন্ত্রী রাস্তায় বসে পড়ে পুলিশ সুপারের ( এসপি) জড়িয়ে ধরে কাঁদছেন। আর পথচারীরা এ ঘটনা অবাক হয়ে দেখছেন। এ ধরনের ঘটনা আগে কখনো দেখা যায়নি। এমনটাই ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মীরজাপুরে।

জানা গেছে, ওই মন্ত্রীর নাম অনিল সিং। তিনি বিজেপির প্রাক্তন প্রধান তথা কাশী প্রভিন্সের মন্ত্রী।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই এলাকায় দায়িত্বরত পুলিশ গাড়ি চেক করছিল। এসময় জেলা বিজেপির প্রাক্তন প্রধান তথা কাশী অঞ্চলের মন্ত্রী অনিল সিং সাংসদ রামশকলের বাড়ি থেকে ফিরছিলেন। ফেরার সময় তাঁর গাড়ি আটকালে শুরু হয় বিপত্তি।

কাগজপত্র ভুলে ফেলে আসায় পুলিশ গাড়টির জন্য ইনভয়েস কাটে। এতেই রাস্তায় বসে ধরনা শুরু করে দেন ওই মন্ত্রী। এই খবর পাওয়ার পর তাঁর দলবলও তাঁর সঙ্গে যোগ দেন। এই খবর পেয়ে ওই অঞ্চলের পুলিশসুপার অবধেশ পাণ্ডে ঘটনাস্থলে যান। তিনি পৌঁছাতেই তাঁর পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন অনিল সিং।

মন্ত্রীর এমন কাণ্ডে উপস্থিত সবাই অবাক হয়ে পড়েন।

পুলিশ সুপারের পা জড়িয়ে মন্ত্রী বলেন, ‘এই পুলিশ আমার মান-সম্মান খেয়ে ফেলেছে। আমার সরকার ক্ষমতায় তাই এমন অপমান সহ্য করতে পারছি না। এই পুলিশের সাহস হলো কি করে।’

এরপর অনেক বোঝানোর পর ওই মন্ত্রীকে শান্ত করা হয়। পুলিশের অনুরোধে একপর্যায়ে ধরনা তুলে নেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com