লোকালয় ২৪

রাসুলুল্লাহ (সাঃ) রজব মাসে যে দোয়াটি বেশি বেশি করতেন

রাসুলুল্লাহ সা. রজব মাসে দু’আটি বেশি বেশি করতেন

ইসলাম ডেস্কঃ হিমান্বিত রজব মাসের পর আসছে শা’বান মাস এবং তার পরই পবিত্র রমযান। এই তিন মাসের পূর্ণ বরকত, রহমত ও ফযিলত যেন আমরা লাভ করতে পারি সেজন্য আল্লাহ তা’আলার দরবারে বিশেষভাবে দু’আ করা দরকার।হযরত আনাস রা. বলেন, রাসুলুল্লাহ সা. রজব মাসের শুরু থেকেই নিম্নোক্ত দু’আটি বেশি বেশি করতেন-

উচ্চারণঃ ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা’বান, ওয়া বাল্লিগনা রমাদান।

অর্থ : হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমযান মাস পর্যন্ত (হায়াত বৃদ্ধি করে) পৌঁছে দিন।’ (আল-মু’জামুল আওসাত, হাদিস : ৩৯৩৯)

এ দু’আর তাগিদ ও শিক্ষা দেয়ার উদ্দেশ্যই হচ্ছে, মুসলিম উম্মাহ যেন রমযানের গুরুত্বপূর্ণ ইবাদাত-বন্দেগির জন্য নিজেকে তৈরি করে নিতে পারে। আল্লাহ তা’আলার পক্ষ থেকে সব কাজে বরকত লাভ করতে পারে।

এই দু’আটি যেন আমরা বেশি বেশি করতে পারি, আল্লাহ তা’আলা আমাদের তওফিক দান করুন।