লোকালয় ২৪

রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাই, দুদকের কঠিন বিচার চাই: জাহালম

রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাই, দুদকের কঠিন বিচার চাই: জাহালম

ঢাকা– অপরাধী না হয়েও আসামি হয়ে ৩ বছর ধরে কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন জাহালম। হাই কোর্টের আদেশের পর সোমবার প্রথম প্রহরে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান এই ব্যক্তি।

কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর তত্ত্বাবধায়ক সুব্রত কুমার বালা বলেন, “রাত পৌনে ১টার দিকে তার মুক্তির আদেশের কাগজপত্র কারাগারে আসে। তা যাচাই-বাছাইয়ের শেষে কিছুক্ষণ পরই তাকে মুক্তি দেওয়া হয়।”

মুক্তি পাওয়ার পর জাহালম কারাফটকে সাংবাদিকদের বলেন, ‘কারাগারে অনেক কষ্টে আমার দিন কেটেছে, মানুষের কাপড় ধুয়ে, কাজ করে দিয়ে ভালো খাবার খাইছি। আমার জীবন থেকে তিনটি বছর চলে গেছে। আমি রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ক্ষতিপূরণ চাই।’

দুদুকের ভুলে জাহালম বিনা কারণে তিন বছর জেল খেটেছেন। তাই দুদকের কঠিন বিচার দাবি করে জাহালম বলেন, ‘আমি কোনো অপরাধ না করে আজকে তিন বছর দুদক আমাকে আটকা রাখছে মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে। আমি দুদকের কঠিন বিচার চাই।

তিনি বলেন, ‘জজ সাহেবকে বলেছিলাম আমি এ মামলার আসামি না। আমি আবু সালেক না। আমি জাহালম। কিন্তু তিনি আমার কথা বিশ্বাস করেননি। সাক্ষীরা আমাকে আবু সালেক বলে সাক্ষ্য দিয়েছে। কিন্তু আমি তো এ মামলার কিছুই জানি না। মাসে পাঁচ থেকে ছয়বার করে আদালতে যাইতাম। অনেক কষ্ট লাগতো। কাঁদতামও। কাশিমপুর থেকে প্রতিনিয়ত যাওয়া খুব কষ্ট লাগতো।’

আপনি কি তাদের বিরুদ্ধে বিচার চাইবেন জানতে চাইলে জাহালম বলেন, ‘তাদের বিরুদ্ধে বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমি আদালতরে (হাইকোর্ট) অনেক ধন্যবাদ জানাই। আর তাতে আমি অনেক খুশি হইছি।’

জাহালম আরও বলেন, ‘আমি জীবনে চিন্তাও করতে পারিনি যে বের হতে পারব। আমি মানবাধিকার কমিশন ও প্রথম-আলো প্রত্রিকাকে ধন্যবাদ জানাই।’