লোকালয় ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে চান জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। ঐক্যফ্রন্টের নেতাদের সমন্বয়ে গঠিত ১০ সদস্যের একটি প্রতিনিধিদলসহ ১৭ ডিসেম্বর তিনি সাক্ষাতে আগ্রহী বলে রাষ্ট্রপতির দপ্তরে একটি চিঠি পাঠিয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের সই করা চিঠি বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
দলটির একটি সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ করতে বিরোধী জোটের প্রার্থী, নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধে রাষ্ট্রপতির সাক্ষাৎ চাইবেন তারা।
তফসিল ঘোষণার পর বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা-মামলা নিয়ে তারা রাষ্ট্রপতির কাছে প্রতিকার চাইবেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।
Leave a Reply