সংবাদ শিরোনাম :
রাশিয়া বিশ্বকাপটা বেশ দাপটের সঙ্গেই শুরু করলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে

রাশিয়া বিশ্বকাপটা বেশ দাপটের সঙ্গেই শুরু করলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে।

স্পোর্টস ডেস্ক :  রাশিয়া বিশ্বকাপটা বেশ দাপটের সঙ্গেই শুরু করলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। গ্রুপে টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে উরুগুইয়ানরা। লুইস সুয়ারেজের লক্ষ্যভেদে সৌদি আরবকে দ্বিতীয় ম্যাচে ১-০ ব্যবধানে হারায় উরুগুয়ে। সংখ্যায় সংখ্যায় দেখে নেওয়া যাক সেই ম্যাচের চিত্র।

১- প্রথম উরুগুইয়ান ফুটবলার হিসেবে টানা তিনটি বিশ্বকাপে গোল করার ইতিহাস সৃষ্টি করলেন সুয়ারেজ।

২- ১৯৫৪ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে টানা জয় পেলো উরুগুয়ে।

২- মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে শততম আন্তর্জাতিক ম্যাচে গোল করার কৃতিত্ব দেখালেন সুয়ারেজ। প্রথম এমন কীর্তি গড়েছিলেন মিরোস্লাভ ক্লোসা ২০১০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে।

৬- ষষ্ঠ উরুগুইয়ান ফুটবলার হিসেবে শততম আন্তর্জাতিক ম্যাচ খেললেন উরুগুয়ে।

২৪- লুইস সুয়ারেজ ২৪তম খেলোয়াড় যিনি কিনা বিশ্বকাপের মঞ্চে দলের হয়ে শততম ম্যাচ খেলেছেন। লাতিন আমেরিকার খেলোয়াড়দের ভেতর চতুর্থ।

৪২৩- জাতীয় দল এবং ক্লাবের হয়ে উরুগুয়ের কোন ফুটবলারের সর্বোচ্চ গোলসংখ্যা হলো ৪২৩টি। সুয়ারেজ সেই মাইলফলক স্পর্শ করলেন।

১-০ উরুগুয়ে-সৌদি আরব ম্যাচের রেজাল্ট ১-০। এবারের বিশ্বকাপে অষ্টমবারের মত এমন ফলাফল হয়েছে। ২০১৪ বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে ৮বার এমন ফলাফল দেখেছিল সবাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com