রাশিয়ার পূর্বাঞ্চলে একটি বাস সেতু থেকে ছিটকে নদীতে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১৫ যাত্রী নিহত হয়েছে। রোববার কুয়েঙ্গা নদীর ওপর এ দুর্ঘটনা ঘটে।
রুশ বার্তা সংস্থা সূত্রের বরাত দিয়ে বলেছে, ‘১৫ জনের প্রাণহানি হয়েছে’।
স্থানীয় জরুরি সেবা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বাসটি রাজধানী মস্কো থেকে প্রায় ছয় হাজার ৩২০ কিলোমিটার পূর্বে চিতা শহর থেকে স্ট্রেটেনস্ক শহরে যাচ্ছিল। বাসটিতে ৪৩ জন যাত্রী ও চালক ছিল। কুয়েঙ্গা নদীতে সেতুর ওপর এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
১৫ জন নিহতের খবর নিশ্চিত করলেও ঠিক কতজন হতাহত হয়েছে তা জানায়নি মন্ত্রণালয়।