রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলায় ভোট কেন্দ্রের সামনে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাজশাহী- ৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী আয়েন উদ্দিন জানান, রোববার দুপুরে উপজেলার জাহানাবাদ ইউনিয়নে পাকুরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মিরাজুল ইসলামের (৩০) বাড়ি মোহনপুর উপজেলার পাইকগাছা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
আয়েন উদ্দিন বলেন, বিএনপির কর্মীরা পাকুরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখল করতে যায়। এ সময় আওয়ামী লীগের কর্মীরা তাদের বাধা দিতে গেলে মিরাজুলকে কুপিয়ে হত্যা করা হয়।
জেলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বলেন, পাকুরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে একজনকে কুপিয়ে আহত করা হয়।পরে হাসপাতালে নেওয়ার পথে তারা মৃত্যু হয় বলে তারা শুনেছেন।