রাজধানীর মিরপুরে জঙ্গি সন্দেহে একই পরিবারের পাঁচ সদস্য আটক

রাজধানীর মিরপুরে জঙ্গি সন্দেহে একই পরিবারের পাঁচ সদস্য আটক

রাজধানীর মিরপুরে জঙ্গি সন্দেহে একই পরিবারের পাঁচ সদস্য আটক
রাজধানীর মিরপুরে জঙ্গি সন্দেহে একই পরিবারের পাঁচ সদস্য আটক

ষ্টাফ রিপোর্টার- শুক্রবার রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগর থেকে জঙ্গি সন্দেহে একই পরিবারের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

এ বিষয়ে আজ শনিবার দুপুরে এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, রূপনগর আবাসিক এলাকার ২৮ নম্বর সড়কের ২৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

এ সময় দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ জিহাদি বই ও পুস্তিকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও সেখানে ঘটা বিস্ফোরণের ধ্বংসাবশেষের আলামত উদ্ধার করা হয়েছে।

আটকৃতরা হলেন- আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, কিবরিয়া, আহম্মদ আলী, সালমা ও আসমা ফেরদৌস।

পুলিশের দাবি, তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। তারা এক দশকের বেশি সময় ধরে রূপনগরের এই বাড়িতে বসবাস করে আসছিলেন।

মাহিদুজ্জামান বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি দেশীয় অস্ত্রসহ আক্রমণ করলে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা সাত রাউন্ড গুলি ছুঁড়তে বাধ্য হয়। এতে আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া আহত হন।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া আসামিদের দায়ের কোপে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com