লোকালয় ২৪

রাজধানীতে একদিনে ৪ হাজার মামলা

রাজধানীতে একদিনে ৪ হাজার মামলা

লোকালয় ডেস্কঃ আইন অমান্যকারীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে চার হাজার ৪৩৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে ট্রাফিক আইন অমান্যকারীদের ৩৭ লাখ ৬৮ হাজার ৮১৭ টাকা জরিমানা করা হয়।

২ অক্টোবর, মঙ্গলবার দিনভর ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এই মামলাগুলো করে।

ঢাকা মহানগর পুলিশের অতিরক্ত উপকমিশনার (এডিসি-মিডিয়া) ওবায়দুর রহমান জানান, অভিযানকালে ট্রাফিক আইন অমান্যকারী গাড়ি ও চালকদের বিরুদ্ধে চার হাজার ৪৩৬টি মামলা করা হয়েছে। একই সঙ্গে ৩৭ লাখ ৬৮ হাজার ৮১৭ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ওই সময় ৩৭টি গাড়ি ডাম্পিং ও ৮১৮টি গাড়ি রেকার করা হয়।

এডিসি আরও জানান, এ ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩৩৮টি গাড়ি, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৯৪টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ১০টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৩টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

এ ছাড়া ট্রাফিক আইন অমান্য করার কারণে এক হাজার ৩৮৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৯৬টি মোটরসাইকেল আটক করা হয়। একই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার দায়ে ১৩টি মামলা করা হয়েছে।