লোকালয় ২৪

রাঙামাটিতে ৫ম শ্রেনীর ছাত্রীকে চায়ের দোকানে ধর্ষণ, আটক ১

রাঙামাটিতে ৫ম শ্রেনীর ছাত্রীকে চায়ের দোকানে ধর্ষণ, আটক ১

ক্রাইম ডেস্কঃ রাঙামাটির লংগদু উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব এক চা দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. জয়নাল মিয়ার উপজেলার গাঁথাছড়া বাজারে চায়ের দোকান রয়েছে। রাতে দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে লংগদু থানার ওসি রঞ্জন কুমার সামন্ত জানিয়েছেন।

তিনি বলেন, মেয়েটির মা বাদী হয়ে জয়নালের বিরুদ্ধে শিশু সন্তানকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। থানায় ধর্ষিতা ও তার মায়ের সাথে কথা বলে জানা যায়, মেয়েটি স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সকালে প্রাইভেটপড়া শেষে স্কুলে যাওয়ার পথে জয়নাল তার নিজের চায়ের দোকানে ডেকে নেয় মেয়েটিকে। এ সময় মেয়েটির সাথে প্রতিবেশী আরও এক শিশু ছিল। “বন্ধ দোকানে মেয়েটি ঢোকার সাথে সাথে দরজা বন্ধ করে মুখ চেপে ধরে তার হাত বেঁধে ধর্ষণ করে জয়নাল। সাথে থাকা শিশুটি চিৎকার করলে তারও হাত মুখ বেঁধে বসিয়ে রাখে,” বলেন তার মা।

ঘটনার পর মেয়েটি বাসায় ফিরে মাকে বিস্তারিত বললে তিনি স্বামী কাজ থেকে ফেরা পর্যন্ত অপেক্ষা করেন। সন্ধ্যায় স্বামী বাসায় ফিরলে তাকে নিয়ে থানায় এসে মামলা দায়ের করেন।