লোকালয় ডেস্কঃ মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সন্ত্রাসী হামলায় পুলিশের নয়জন সদস্য নিহত হয়েছেন।
শনিবার (৯ মার্চ) রাখাইনের রাজধানী সিত্তে থেকে উত্তরে এক ঘণ্টার দূরত্বে অবস্থিত ইয়োতায়োক গ্রামে এই হামলা হয় বলে বার্তা সংস্থা এএফপিকে জানায় পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানান, নয়জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। একজন আহত হয়েছেন। আর একজন নিখোঁজ রয়েছেন।
ফাঁস হয়ে যাওয়ার পুলিশের এক প্রতিবেদনে বলা হয়, পুলিশ পোস্ট থেকে অস্ত্রও লুট হয়েছে।
হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। হামলার ব্যাপারে আরাকান আর্মির কাছ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য নিতে পারেনি এএফপি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, হামলার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
রাখাইনে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী ও ধর্মীয় সংঘর্ষের জেরে রাখাইনে উত্তেজনা বেড়েই চলেছে।
২০১৭ সালে রাখাইনে সহিংস সামরিক অভিযানের মুখে লাখো রোহিঙ্গা মুসলিম দেশ ছেড়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। ২০১৭ সালে রাজ্যটিতে সহিংস সামরিক হামলায় প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা মুসলিম দেশ ছেড়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নেয়।
এখন দেশটির সশস্ত্র বাহিনী এমন একটি ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, যারা নিজেদের রাখাইন বৌদ্ধদের প্রতিনিধি হিসেবে দাবি করছে।