লোকালয় ২৪

রমিজউদ্দিন কলেজের পাশে আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়কে আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় ওই কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আন্ডারপাসটি নির্মাণ করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী প্রকল্পটি বাস্তবায়ন করবে।

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে ফুটপাতে বাসচাপায় ওই কলেজের দুই শিক্ষার্থী- দিয়া খানম মিম ও আবদুল করিম রাজীব নিহত হন। আহত হয় আরো ১৫ শিক্ষার্থী।

এরপর নিরাপদ সড়ক আন্দোলনের মধ্যেই গত ২ আগস্ট নিহত দুই শিক্ষার্থীর পরিবার ও শহীদ রমিজউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। সেসময় শেখ হাসিনা তাদের কাছে কলেজ সংলগ্ন আন্ডারপাস নির্মাণ এবং পাঁচটি বাস প্রদানের প্রতিশ্রুতি দেন।

এছাড়া গত ৪ আগস্ট শহীদ রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের বহনে পাঁচটি বাস উপহার দেন প্রধানমন্ত্রী। খবর: ইউএনবি।