লোকালয় ডেস্কঃ নারী সহকর্মীর প্রতি যৌন নিপীড়নমূলক আচরণের অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের প্রধান প্রতিবেদক এম এম সেকেন্দারকে গ্রেফতার করা হয়েছে।
ভুক্তভোগী ওই নারী হাতিরঝিল থানায় মামলার পর গ্রেফতার করা হয় অপরাধ বিষয়ক এই প্রতিবেদককে। জানা গেছে, রোববার রাতে রাজধানীর বনশ্রীর বাসা থেকে সেকান্দারকে আটক করে র্যাব-২। পরে তাকে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি ফজলুল হক বলেছেন, এক নারীর অভিযোগের ভিত্তিকে আমরা সেকান্দারকে গ্রেফতার দেখিয়েছি। ওই নারী শ্লীলতাহানির অভিযোগ তুলে গতকাল রোববার (৩ ফেব্রুয়ারি) মামলা দায়ের করেছিলেন।
থানার একজন এসআই জানান, সেকেন্দারকে হাতিরঝিল থানায় হস্তান্তর করেছে র্যাব। পরবর্তী করণীয় কি তা পরে জানানো হবে।
এদিকে, থানায় অভিযোগকারী একুশে টেলিভিশনের নারী সহকর্মী বলেন, অফিসে প্রকাশ্যে এম এম সেকেন্দার শ্লীলতাহানি করেছে। সিসি ফুটেজ আছে। অনেকে সাক্ষী আছে। এমনিতেই তো থানায় মামলা করিনি।
অন্যদিকে এম এম সেকেন্দারকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্ত্রী নিলুফার ইয়াসমীন। তিনি বলেন, আমার স্বামী এমন কিছু করতে পারে না এটা আমার বিশ্বাস।