বিনোদন ডেস্ক : যৌন হেনস্তা নিয়ে সোচ্চার বলিপাড়া। অভিনেত্রী তনুশ্রী দত্তের পর অনেকেই যোগ দিয়েছেন ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনে। এ নিয়ে প্রতিবাদও হচ্ছে।
সম্প্রতি যৌন হেনস্তার অভিযোগ থাকায় এক পরিচালকের সিনেমা থেকে সরে দাঁড়ান আমির খান। এবার এ বিষয়ে নতুন উদ্যোগ গ্রহণ করেছেন অভিনেতা ইমরান হাশমি। এ অভিনেতার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইমরান হাশমি ফিল্মস’-এর চুক্তিপত্রে যৌন হেনস্তা বিষয়ে শর্ত যুক্ত থাকবে বলে জানিয়েছেন তিনি।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে ইমরান হাশমি লেখেন, ‘যৌন হেনস্তা কখনই মেনে নেয়া উচিৎ নয়। এ বিষয়ে গাইডলাইন হওয়া প্রয়োজন। ‘ইমরান হাশমি ফিল্মস’-এর পক্ষ থেকে আমরা চুক্তিপত্রে শর্ত যুক্ত করার উদ্যোগ নিয়েছি। এতে এ ধরনের কোনো অসদ্ব্যবহার শর্ত ভঙ্গ হিসেবে বিবেচিত হবে। এটি একটি ছোট উদ্যোগ, তবে আমাদের তো কোথাও থেকে শুরু করতে হবে।’
বর্তমানে চিট ইন্ডিয়া সিনেমার শুটিং করছেন ইমরান হাশমি। এটি পরিচালনা করছেন সৌমিক সেন। আগামী বছর ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।