লোকালয় ডেস্কঃ যৌতুকের ঘটনায় মিথ্যা মামলা হলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে ‘যৌতুক প্রতিরোধ বিল, ২০১৮’ সংসদে উত্থাপন করা হয়েছে।
২৫ জুন, সোমবার নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বিলটি জাতীয় সংসদে উত্থাপন করেন।
পরে এটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেওয়া হয়। কমিটিকে ৩০ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রস্তাবিত আইনের নতুন বিধান অনুযায়ী, যদি কেউ যৌতুকের নামে মিথ্যা মামলা দায়ের করেন, তাহলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
এ ছাড়া কেউ যৌতুক দাবি করলে বা দিলে তাকে কী পরিমাণ আর্থিক জরিমানা করা হবে তা-ও প্রস্তাবিত আইনে রাখা হয়েছে, যা বিদ্যমান আইনে ছিল না।
নিয়ম অনুযায়ী, যদি কোনো ব্যক্তি যৌতুক দাবি করেন বা যৌতুক দেন, তাহলে তাকে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।