লাইফস্টাইল ডেস্কঃ চুলের যত্নে পেঁয়াজের রস খুবই কার্যকরী। এটি নতুন চুল গজাতে যেমন সাহায্য করে, তেমনি চুলের গোড়া মজবুত করে বন্ধ করে চুল পড়া। চুলের দ্রুত বৃদ্ধিতেও ব্যবহার করা চাই পেঁয়াজের রসের হেয়ার প্যাক।
পেঁয়াজ ছোট ছোট টুকরা করে কেটে নিন। ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে রস সংগ্রহ করুন। প্রতিবার নতুন করে রস করতে হবে, ফ্রিজে রস রেখে ব্যবহার করবেন না। পেঁয়াজের রসের সঙ্গে সমপরিমাণ নারকেল তেল মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় ঘষে ঘষে ম্যাসাজ করুন। চুলের আগাতেও লাগান। চুল শক্ত করে খোঁপা করে নিন। আধা ঘণ্টা থেকে ৪৫ মিনিট অপেক্ষা করুন। ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
জেনে নিন
- চাইলে সরাসরি পেঁয়াজের রস চুলের গোড়ায় ম্যাসাজ করতে পারেন।
- চুলে শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। চায়ের লিকার কিংবা লেবুর রস মিশ্রিত পানি ব্যবহার করতে পারেন প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে।
- পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ দূর করতে তেল ও পেঁয়াজের রসের মিশ্রণে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন।
- সপ্তাহে দুইবার ব্যবহার করুন মিশ্রণটি।