লোকালয় ২৪

যে স্থানটি বেহেশতের বাগান

লোকালয় নিউজ : পৃথিবীর প্রতিটি জায়গাই আল্লাহর সৃষ্টি। প্রতিটি জায়গায় তার ইবাদতের উপযুক্ত। বাহ্যিক দৃষ্টিতে কিছু জায়গা সুন্দর হওয়ার কারণে দুনিয়ার বেহেশত হয়ত বলা হয়। কিন্তু এটার প্রকৃত কোন কারণ নেই। প্রকৃতভাবে এই পৃথিবীর যে স্থানটি বেহেশতের বাগান সেটার কথা হাদীসে এসেছে। এটাই প্রকৃত এবং সত্য বেহেশতী বাগান। অন্যসব স্থানকে বাহ্যিক দৃষ্টিতে বেহেশত বলা হয়।

এ হাদীসে এসেছে, হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. এর ইরশাদ করেছেন, আমার ঘর এবং মিম্বরের মধ্যবর্তী স্থান বেহেশতের বাগানসমূহের অন্যতম। আর আমার মিম্বারও আমার হাউজের উপর অবস্থিত। (বুখারি , হাদীস নং ১৭৬৭ )

অত্র হাদীসে বর্ণিত আমার ঘর ও আমার মিম্বরের মধ্যবর্তী স্থান বেহেশতের বাগানসমূহের অন্যতম কথাটার কয়েকটি অর্থ হতে পারে। প্রথমত এটা হুবহু বেহেশতেরই অংশ বিশেষ। দ্বিতীয়ত স্থানটিকে কেয়ামত দিবসে বেহেশতের অংশ হিসেবে রুপান্তরিত করা হবে। তৃতীয়ত এই স্থানের ইবাদতকারীগন নিশ্চিতরুপে বেহেশতে যাবে।