লোকালয় ২৪

যে তিন লক্ষণে করোনা আক্রান্ত চিনবেন

lokaloy24.com

লোকালয় ডেস্ক: করোনা ভাইরাস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। অন্য লাখ লাখ ভাইরাসের সঙ্গে যুদ্ধ করেই কিন্তু আমরা বেঁচে আছি। তবে এই ভাইরাস একটু বেশি শক্তিশাধী আর বেশি ছোঁয়াচে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে অনেক বেশি। সাধারণ জ্বর সর্দি কাশি এই সময়ে হয়েই থাকে। আর তা হয় মূলত এই করোনা শ্রেণির ভাইরাসের কারণেই। সুতরাং বেশি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

করোনা আক্রান্ত হলে প্রথমে শরীরে প্রধান যে তিনটি লক্ষণ দেখা দেবে তা হলো-

১. আপনার দেহে করোনা থাবা বসালে প্রথম পাঁচদিন আপনার কাশির সঙ্গে শুকনো কফ থাকবে।

২. হঠাৎ করেই খুব জ্বর আসবে। আর সেই জ্বর চট করে নামতে চাইবে না।

৩. জ্বরের সঙ্গে শুরু হবে শ্বাসকষ্ট। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়বে ফুসফুসে। ফুসফুস ফুলে ওঠা থেকে নানারকম সমস্যা দেখা দেবে শরীরে। সেই সঙ্গে সারা শরীরে ব্যথা এবং সর্দি থাকবে।

এর সঙ্গে আরও কিছু লক্ষণ থাকতে পারে যেমন- মাথাব্যথা, পেশীতে ব্যথা, অস্থির লাগা ইত্যাদি।

এই লক্ষণগুলো প্রকাশ পেলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।