লোকালয় ২৪

যে কোনও মুহূর্তে উড়ার জন্য প্রস্তুত ভারতের সব যুদ্ধবিমান

যে কোনও মুহূর্তে উড়ার জন্য প্রস্তুত ভারতের সব যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক- কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি আক্রমণে চরম উত্তেজনার বিরাজ করছে। বুধবার ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে পাকিস্তানি বিমান। গুলি করে নামানো হয়েছে সেই পাক বিমান।

এদিকে, পাকিস্তান দুটি ভারতীয় বিমান ধ্বংস ও দুজন ভারতীয় পাইলটকে আটক করেছে বলে দাবি করেছে পাকিস্তান।

এই পরিস্থিতিতে ভারতীয় বিমানবাহিনীর সব বিমানকে প্রস্তুত রাখা হয়েছে। কলকাতা টুয়েন্টিফোর জানায়, দেশের প্রত্যেকটি এয়ারবেসকে সতর্ক করা হয়েছে। যে কোনও মুহূর্তে উড়তে হতে পারে, এমন বার্তাই দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এয়ার ফোর্সের প্রত্যেকটি বিমান ২ মিনিটেই উড়তে পারবে, এমন প্রস্তুতি নিয়ে রেখেছে। অর্থাত্‍ যে কোনও জরুরি অবস্থাতেই দ্রুত উড়ে যাবে তারা।

এদিকে বুধবার দুপুরে ভারতীয় পাইলট আটক করার পর একটি ভিডিও প্রকাশ করছে পাকিস্তান। তাতে দেখা গেছে, চোখ বাঁধা একজন লোক বলছেন, আমি উইং কমান্ডার অভিনন্দন এবং একজন পাইলট। আমার সার্ভিস নম্বর-২৭৯৮১।

পাকিস্তানের সেনা কর্মকর্তারা বলেন, আমাদের স্থলবাহিনী দুই ভারতীয় পাইলটকে আটক করেছে। তাদের একজন আহত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার ভালো করে যত্ন নেয়া হবে। এছাড়া আরেকজন আমাদের সঙ্গেই আছেন।

তবে দুই পাইলটের আটকের ব্যাপারে ভারতের কাছ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।