সংবাদ শিরোনাম :
যে আমলে হজের সওয়াব মেলে

যে আমলে হজের সওয়াব মেলে

http://lokaloy24.com/
http://lokaloy24.com/

বৈশ্বিক মহামারী করোনার কারণে সৌদি আরব কর্র্তৃপক্ষ এবারও বাইরের কোনো দেশের যাত্রীকে হজপালনের অনুমতি দেয়নি। এর ফলে হজের জন্য প্রস্তুতি গ্রহণকারীরা চোখের পানি ফেলে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে, অন্য ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করে মনের কষ্ট ও হৃদয়ের ব্যথা উপশম করার চেষ্টা করছেন।

আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবানদের ওপর হজ অবশ্য পালনীয় একটি বিধান। বস্তুত হজ ইসলামি শরিয়তের অন্যতম একটি স্তম্ভ ও রুকন। সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিসে রয়েছে, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, পাঁচটি স্তম্ভের ওপর ইসলামের ভিত্তি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুলএ কথার সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, জাকাত আদায় করা, রমজানের রোজা রাখা এবং সামর্থ্য থাকলে বায়তুল্লাহর হজ করা।সহিহ্ বোখারি : ৮

হজরত রাসুলুল্লাহ (সা.) একাধিক হাদিসে হজের গুরুত্ব, ফজিলত, সওয়াব ও উপকারিতার কথা বর্ণনা করেছেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত এক হাদিসে নবী কারিম (সা.) ইরশাদ করেন, ‘জান্নাতই হচ্ছে মকবুল হজের একমাত্র প্রতিদান।’সহিহ্ বোখারি : ১৭৭৩

তবে যাদের হজ পালন কিংবা ওমরাহয় যাওয়ার সামর্থ্য ও সক্ষমতা নেই, তাদের জন্য দয়াবান আল্লাহতায়ালা এমন কিছু পথ বের করে দিয়েছেন; যেগুলো দ্বারা দুর্বল বান্দারা মকবুল হজ অথবা ওমরাহর সওয়াব পেয়ে যেতে পারে।

নবী কারিম (সা.) আমাদের সেসব আমল বাতলে দিয়েছেন বিভিন্ন হাদিসে। একনিষ্ঠভাবে মনে বিশ্বাস রেখে এবং সওয়াবের দৃঢ় আশ্বাস নিয়ে এসব আমল করতে পারি, তবে ইনশাআল্লাহ অনেক বিরাট প্রতিদানের অধিকারী হতে পারব।

মসজিদের জামাতে হাজির হওয়া : সাহাবি হজরত আবু উমামা (রা.) বর্ণনা করেন, নবী কারিম (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায় করল সে যেন হজ করে এলো। আর যে ব্যক্তি নফল নামাজ আদায় করতে মসজিদে গমন করল সে যেন ওমরাহ করে এলো।’তাবারানি : ৭৫৭৮

দ্বীন শিখতে বা শেখানোর উদ্দেশ্যে মসজিদে যাওয়া: দ্বীন শেখা বা শেখানোর উদ্দেশ্যে মসজিদে যাওয়া অনেক বড় সওয়াবের কাজ। হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি মসজিদে গেল কোনো ভালো কথা শেখা বা শেখানোর উদ্দেশ্যে, সে পরিপূর্ণরূপে হজ আদায়কারী একজন ব্যক্তির ন্যায় সওয়াব লাভ করবে।’তাবারানি : ৭৪৭৩

ফজরের নামাজ শেষে মসজিদে সূর্যোদয় পর্যন্ত অবস্থান করা : ফজরের নামাজ আদায় করে মসজিদে সূর্যোদয় পর্যন্ত অবস্থান করা বিশাল ফজিলত ও সওয়াবের কাজ। এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করল, তারপর সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির করল, এরপর দু রাকাত নামাজ আদায় করল, সে ব্যক্তি হজ ও ওমরাহর সওয়াব নিয়ে ফিরল।’সুনানে তিরমিজি : ৫৮৬

মাতা-পিতার সেবা এবং তাদের সঙ্গে সদ্ব্যবহার: কোরআন-হাদিসের অসংখ্য জায়গায় মাতাপিতার সেবা এবং তাদের সঙ্গে সদ্ব্যবহারের কথা বলা হয়েছে। তাদের সেবাকে জান্নাত পাওয়ার অসিলা এবং তাদের অসন্তুষ্টিকে জাহান্নাম লাভের কারণ বলে বর্ণনা করা হয়েছে। এক হাদিসে হজরত আনাস ইবনে মালিক (রা.) বর্ণনা করেন, জনৈক ব্যক্তি নবী কারিম (সা.)-এর কাছে এসে বলল, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই, কিন্তু আমার সেই সামর্থ্য ও সক্ষমতা নেই। নবীজি প্রশ্ন করলেন, তোমার মাতাপিতার কেউ কি জীবিত আছেন? লোকটি বলল, আমার মা জীবিত। প্রত্যুত্তরে নবীজি বললেন, তাহলে মায়ের সেবা করে আল্লাহর কাছে জিহাদে যেতে না পারার অপারগতা বা ওজর পেশ করো। এভাবে যদি করতে পারো এবং তোমার মা সন্তুষ্ট থাকেন তবে তুমি হজ, ওমরাহ এবং জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুতরাং আল্লাহকে ভয় করো এবং মায়ের সেবা করো।’মাজমাউয যাওয়াইদ : ১৩৩৯৯

রমজানে ওমরাহ পালন করা : সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘রমজানে ওমরাহ আদায় করলে আমার সঙ্গে হজ আদায়ের সমপরিমাণ সওয়াব লাভ করবে।’সহিহ বোখারি : ১৭৮২

নামাজের পর আল্লাহর জিকির করা : হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, দরিদ্র লোকেরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলল, সম্পদশালী ব্যক্তিরা বেশি সওয়াব এবং জান্নাত নিয়ে যাচ্ছে! আমরা যেমন নামাজ পড়ি; তারাও পড়ে! আমরা যেমন রোজা রাখি; তারাও রাখে! উপরন্তু তাদের রয়েছে অতিরিক্ত সম্পদ; ফলে তারা হজ করতে পারে, ওমরাহ করতে পারে, জিহাদে অংশগ্রহণ করতে পারে এবং সদকাও দিতে পারে! নবীজি তাদের বললেন, আমি কী তোমাদের এমন একটি আমল শিখিয়ে দেব নাযা করতে পারলে তোমরা অগ্রগামীদের স্তরে পৌঁছে যাবে এবং যারা তোমাদের পেছনে তারা তোমাদের স্তরে পৌঁছতে পারবে না, তোমরা হবে শ্রেষ্ঠতম মানব, তবে অন্য কেউ এটি করলে সেও তোমাদের মতো হয়ে যাবে। আমলটি হলো, প্রত্যেক নামাজের পর তেত্রিশবার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার পাঠ করবে।’সহিহ বোখারি : ৮০৭

মসজিদে কুবায় নামাজ আদায় : মদিনার মসজিদে নববি থেকে দক্ষিণ-পশ্চিম দিকে মসজিদে কুবার অবস্থান। মদিনা থেকে এই মসজিদের দূরত্ব মাত্র ৩.২৫ কিলোমিটার। এই মসজিদের কথা পবিত্র কোরআনে আলোচনা করা হয়েছে। মদিনায় অবস্থানকালে হজরত রাসুলুল্লাহ (সা.) প্রায়ই এ মসজিদে যেতেন এবং সেখানে দু’রাকাত নামাজ আদায় করতেন। হাদিসে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি নিজের ঘরে ভালোভাবে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় আগমন করে নামাজ আদায় করে তাকে এক ওমরাহর সমপরিমাণ সওয়াব দান করা হবে।’সুনানে ইবনে মাজাহ : ১৪১২

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com