লোকালয় ২৪

যেভাবে করোনা জয় করলো নিউজিল্যান্ড

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  প্রাণঘাতী করোনাভাইরাসের কমিউনিটি সংক্রমণ বন্ধ করতে সমর্থ হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড। দেশটি জানায়, এ কারণে তারা কার্যকরভাবে করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা এক অঙ্কে নেমে আসে। রোববার নতুন করে মাত্র একজন আক্রান্ত হয়েছেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, তার দেশ এখনকার মত ‘এ যুদ্ধে জিতেছে’।

নিউজিল্যান্ডের এই সাফল্যে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস বৈশ্বিক মহামারী আকারে ছড়িয়ে পড়ার শুরুর দিকেই গত ১৯ মার্চ নিউজিল্যান্ড ভ্রমণ ও মানুষের কর্মকাণ্ডের ওপর যেসব বিধি-নিষেধ আরোপ করে, সেগুলো ছিল বিশ্বে সবচেয়ে কঠোরতম পদক্ষেপের অন্যতম।

সীমান্তগুলো বন্ধ করে দেয়ার পাশাপাশি বিদেশফেরত সবার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যবাধতামূলক ঘোষণা করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তার এই পদক্ষেপই বিদেশ থেকে করোনাভাইরাস আমদানি বন্ধে তাদের সাহায্য করেছে। দেশটির মোট আক্রান্তের ৩৩ শতাংশই বিদেশফেরত।

মঙ্গলবার থেকে দেশটিতে অত্যাবশ্যক নয় এমন কিছু ব্যবসায়িক খাত, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে।

নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ১২৪ জন। আর প্রাণ হারিয়েছেন ১৯ জন।