লোকালয় ২৪

যুবলীগ নেতার কাছে ৫ কোটি টাকার ইয়াবা

http://lokaloy24.com

লোকালয় ডেস্কপ্রায় ৫ কোটি ১৩ লাখ টাকার ইয়াবাসহ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি উছাহ্লা মারমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের মারোগ্যপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে যুবলীগ নেতা ইছাহ্লা মারমাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার কাছ থেকে ১ লাখ ৭১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ইয়াবার বাজারমূল্য প্রায় ৫ কোটি ১৩ লাখ টাকা।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উছাহ্লা মারমা মাদক কারবারে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন জানান, উছাহ্লা মারমা পিন্টু ইউনিয়ন যুবলীগের সভাপতি। জেলা কমিটির নির্দেশনায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।