লোকালয় ডেস্কঃ গত ৪ ফেব্রুয়ারী ২০১৯ ইং সোমবার দৈনিক হবিগঞ্জের জনতা এক্সপ্রেস সহ কয়েকটি পত্রিকায় ‘যুদ্ধাপরাধ মামলা থেকে নাম বাদ দেয়ার আশ্বাসে নবীগঞ্জের ফয়েজ আমিনের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে স্থানীয় একটি মহল বিভিন্ন সময় অবৈধভাবে ব্যক্তি স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে আমি ও আমার পরিবারের মানসম্মান ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে আমাকে জড়িয়ে কথিত প্রতিবাদ সভার নামে কাল্পনিক সংবাদ প্রকাশ করিয়েছে। এছাড়া যুদ্ধাপরাধের অভিযোগ ভিন্নখাতে প্রবাহিত করতে আবুল খয়ের গোলাপের পরিবার ও জামাত শিবির, বিএনপির সমন্বয়ে কিছু স্বার্থান্বেষী মহল যুদ্ধপরাধীর পক্ষ অবলম্বন করে আমার ও আমার পিতার বিরুদ্ধে কুৎসা রটিয়ে সমাজে হেয় প্রতিপন্ন করার হীন কৌশল মাত্র। আমি নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাথে জড়িত এবং আমার পিতা একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিত। অনেকেই জানেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সনে মহান স্¦াধীনতার সংগ্রামের বিরুদ্ধে মানবতা বিরোধী রাজাকার, আল বদর বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করত যুদ্ধাপরাধীদের বিচার কার্য পরিচালনা করছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আইন-শৃঙ্খলা বাহিনী জনাব আবুল খয়ের গোলাপকে বিচারের মুখোমখি করেছে। এনিয়ে আমার বিরুদ্ধে অর্ধকোটি টাকা দেয়ার ব্যাপারে কাল্পনিক তথ্য প্রকাশের মাধ্যমে মানহানি করার চুড়ান্ত অপচেষ্টা করা হচ্ছে। অথচ তিনি গ্রেফতারের পূর্ব থেকেই তুচ্ছ বিষয় নিয়ে আমাদের সাথে পারিবারিকভাবে বিরোধ চলে আসছে। তখন সময় থেকে জনাব আবুল খয়ের গোলাপ ও আমার পরিবারের মধ্যে দুরত্ব সৃষ্টি হয়েছে। যার কারণে ওই পরিবারের কারও সাথে অদ্যবদি আমার তেমন সম্পর্ক নেই। এছাড়া আমি কেন যুদ্ধাপরাধের নাম বাদ দেওয়ার প্রতিশ্রতি দিয়ে টাকা নেব ? আর যেখানে তদন্তের মাধ্যমে উনাকে গ্রেফতার করা হয়েছে তার নাম বাদ দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রীতিমত হাস্যকর। আমার বাবা শাহনেওয়াজ একজন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ পরিবারের সদস্য হিসেবে ১১ নং গজনাইপুর ইউনিয়নের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আবুল খয়ের গোলাপ অত্র ইউনিয়নের ২ বারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। অথচ বলা হচ্ছে আবুল খায়ের গোলাপ তিন বারের চেয়ারম্যান ছিলেন। এখানে মিথ্যা তথ্যের মাধ্যমে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে নয়কি ? এলাকায় প্রচার করা হচ্ছে আমি ও আমার পিতা নাকি মামলা করিয়েছি। আমি দৃঢ়তার সাথে বলছি এধরণের অভিযোগ উত্থাপনের স্বপক্ষে কেউ কোন প্রমান দেখাতে পারবেন না। যুদ্ধাপরাধ মামলায় আমার পিতাকে স্বাক্ষী করা হয়েছে ঠিক। কিন্তু এখন পর্যন্ত তিনি কোন স্বাক্ষী দেননি। তদন্ত সংশ্লিষ্টরা আমার পিতা এলাকার একজন সচেতন জনপ্রতিনিধি হিসেবে স্বাক্ষী করেছেন। সময়ে আমার পিতা কি করেন তা দেখার বিষয়। কিন্তু এর আগেই যুদ্ধাপরাধ মামলার সাক্ষ¦ীদেরকে হুমকী-ধমকি ও গালিগালাজ করা হচ্ছে। হুমকী দেয়া হচ্ছে স্বাক্ষীদেরকে দেশছাড়া করবে ঘরবাড়ী থেকে উচ্ছেদ করে দিবে। স্বাক্ষীরা যাতে স্বাক্ষী দিতে না যায় এব্যপারে ব্যবস্থা করা হবে বলে হুংকার চলছে, এসবের উদ্দেশ্য কি? এখন যারা সাজানো অভিযোগ নিয়ে বিচারের নামে লাফালাফি করছেন তাদের ব্যাপারে দু-একটি বিষয় থুলে ধরতে চাই। আমি ছোটবেলায় দেখেছি আমার পিতা চেয়ারম্যান থাকাকালে চোর-গুন্ডা ও ডাকাতদের কিভাবে শায়েস্তা করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। যারা লম্বা কথা বলে তাদেরও অনেক দূর্নীতির বিচার আমার বাবা করেছেন। এর জের ধরে কুখ্যাত শাহিনুর, সফিক মিয়ার বিচার হয়। আমার বাবা গরু চুরি, ছাগল চুরি টাকা চুরির জন্য বিচার করেছেন। সেকুলে বাধা ছুপানের ২ বার গরু চুরির দায় বিচার হয়েছে। আইয়ুব আলী অনেক বার মোবাইল ও টাকা চুরি সহ জাল টাকার ব্যবসা করার সময় জনতার হাতে ধড়া পড়েছে। টনু মিয়া নারী সংক্রান্ত বিষয় ও চুরির দায় করেক বার বিচার হয়েছে। সে এখনও নারী পাচারে জড়িত রয়েছে। কিছুদিন হল নারী পাচার মামলার তিন মাস জেল হাজত হয়েছে। রাজন মিয়া নারী পাচার মামলায় ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে তিন মাস জেল হাজত ছিল। শামিমের আপন ছোট ভাই ডাকাতি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এখনও জেল হাজতে আছে। সফিকুলের ভাতিজা ডাকাতি করতে গিয়ে ধরা খেয়ে সেও জেল হাজতে আছে। সফিকুল ও গোলাম মিয়ার মধ্যে ডাকাতির টাকার ভাগ নিয়ে বিচার হয়েছিল। এলাহিছ মিয়ার বাবার ধান চুরির বিচার আমার বাংলা ঘরে হয়েছে আমি দেখেছি। ছাদিক মিয়া নারী ধর্ষণ মামলায় শালিস বিচার আমাদের বাংলা ঘরে হয়েছে। সে জরিমানা ও দিয়েছে। রুহেলের বাবা গফুর নারী ধর্ষণ মামলার জেল হাজত হয়েছে। আমাদের বাংলা ঘরে বিচার হয়েছে এবং জরিমানা হয়েছে। নারী পাচারকারী সেলিম তার মূল ব্যবসাই হল নারী পাচার করা ও জালিয়াতি করে টাকা কামাই করা। জালাল অনেকদিন জেল হাজতে ছিল এবং নারী সংক্রান্ত বিষয় নিয়ে আমার বাবা তার বিচার করেছেন। আব্দুল হাইর ছেলে একজন মাদক ব্যবসায়ী। মাদক মামলায় সে ২৭ বছরের সাজা নিয়ে জেল হাজতে রয়েছে। সুযোগ সন্ধানী এসব দূষ্কৃতিকারীদের সম্পর্কে আমাদের কাছে আরও অনেক অপকর্মের তথ্য প্রমান আছে প্রয়োজনে প্রকাশ করা হবে। তারা এখন যুদ্ধাপরাধ মামলার বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে অন্যায় স্বার্থের বিনিময়ে এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করার উদ্দেশ্যে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আমি মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
Leave a Reply