সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে টর্নেডো ও বন্যায় ৫ জন নিহত

যুক্তরাষ্ট্রে টর্নেডো ও বন্যায় ৫ জন নিহত

যুক্তরাষ্ট্রে টর্নেডো ও বন্যায় ৫ জন নিহত
যুক্তরাষ্ট্রে টর্নেডো ও বন্যায় ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে টর্নেডোর ফলে সৃষ্ট বন্যা, শিলাবৃষ্টি ও তীব্র ঝড়ে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।

টর্নেডোর আঘাতে দেশটির কেনটাকি অঙ্গরাজ্যে তিনজন, মিশিগান ও আরকানসাস অঙ্গরাজ্যে আরো দুজন নিহত হয়েছেন।

নিহতের মধ্যে ডালাস জেন কম্বস নামের ৭৯ বছর বয়সী একজন বৃদ্ধার লাশ তাঁর পশ্চিম কেনটাকির বাড়ি থেকে উদ্ধার করা হয়। ওই বৃদ্ধার মেয়ে স্থানীয় একটি গণমাধ্যমকে জানান, গত শনিবার বিকেলে টর্নেডোর আঘাতে তাঁর বাড়ির সবকিছু তছনছ হয়ে যায়। এ সময় তাঁর মায়ের মৃত্যু হয়।

কেনটাকিতে বাকি দুজনের লাশ বন্যায় ডুবে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করা হয়।

এ ছাড়া মিশিগানের দক্ষিণ-পশ্চিম কালামাজুতে ৪৮ বছর বয়সী একজনের মৃতদেহ বন্যার পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে আরকানসাস অঙ্গরাজ্যে ঝড়ো বাতাসের আঘাতে ৮৩ বছর বয়সী একজন বৃদ্ধলোক মারা গেছেন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় টেনেসিতেও টর্নেডো আঘাত হানে। এ সময় টর্নেডোর গতি ছিল ঘণ্টায় ২০০ কিলোমিটার। তবে সেখানে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। গত শনিবার রাতে বাস্কেটবল খেলতে গিয়ে বজ্রাঘাতে এক কিশোরী আহত হয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, উপকূল থেকে গ্রেট লেক এলাকা পর্যন্ত বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত রোববার পর্যন্ত ভারি বৃষ্টিপাত হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রদেশের গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com